ডেস্ক রিপোর্ট::  গাজীপুরে নির্মাণাধীন ভবনের তিন তলার দেয়াল ধসে পাশের টিনশেড বাড়ির ওপর পড়ে মো. মুশফিক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুর মাসহ গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ির জরুণ এলাকার ফারুক আহমেদের বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- মো. রুবেল (৩৫), মোছা. মুক্তা (১৭), মো. জাহিদুল ইসলাম (২৮), মো. শহিদুল ইসলাম (২২)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কোনাবাড়ি জরুণ এলাকার মো. ফারুক আহমেদের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তিনতলার পূর্ব পাশের ১৫ ফুট উঁচু দেয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের মোহাম্মদ বাচ্চু খানের টিনশেডের ওপর ধসে পড়ে। এতে১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয়। এ সময় এক শিশু নিহত ও কয়েকজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গাজীপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম বলেন, ভবন ধসের খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভবন ধসে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর মায়ের অবস্থাও আশঙ্কাজনক। তিনিও হাসপাতালে ভর্তি আছেন।

কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here