অনিক চৌধুরী তপু:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ পূজা উদযাপিত হয়।

প্রধান অতিথি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সালেহ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তাপস বালা, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় বর্ম্মন, সনাতন সংঘের সভাপতি উজ্জ্বল মন্ডল, পূজা উদযাপন কমিটির আহবায়ক মিলন মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা সুদ্রা ভৌমিক, পূজা কমিটির সাধারণ সম্পাদক শেখর সরকারসহ আরও অনেকে।

উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব পূজামণ্ডপ পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সকল শিক্ষক শিক্ষার্থীর সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে বলে আমাদের আশাবাদ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here