প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সময়ে দুর্নীতি কমেছে। এটি বিশ্বব্যাপী স্বীকৃত। তিনি বলেন, বর্তমান সরকার কোনো দুর্নীতি করতে আসেনি। আমরা কালো টাকাকে সাদাও করিনি। কোনো দিন এটি করবও না।

তিনি বলেন, আমরা অর্থপাচার বা অরফানেজের টাকাও মেরে খাব না। আজ শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক সামাজিক দর্শন কংগ্রেস ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারই পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করবে। তিনি বলেন, এ জন্য কমিটি গঠন করা হয়েছে। ধাপে ধাপে আমরা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব মানুষের অংশগ্রহণ জরুরি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here