ডেস্ক রিপোর্ট::  বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দোলাচল কাটছেই না। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া আইসিসির সময় শেষ হচ্ছে আগামীকাল তথা ২০ আগস্ট। অন্তবর্তীকালীন সরকার বিশ্বকাপ আয়োজনে আশাবাদী হলেও কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত এটি বাংলাদেশ থেকে সরেও যেতে পারে।

ইতোমধ্যে একাধিক দেশ নারী ক্রিকেটের এই মেগা ইভেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে। তবে এখন বিসিবির সিদ্ধান্ত জানার অপেক্ষায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে, আসন্ন নারী বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। তার মতে, মানবিক কারণেই এই মুহূর্তে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে তিনি। বলেন, ‘এই মুহূর্তে সেখানে (বাংলাদেশে) খেলাটা আমার কাছে মনে হয় কঠিন হবে, একজন মানুষ হিসেবে আমার মনে হয় এটা ভুল হতে পারে।

ব্যাপারটা আইসিসির ওপরই ছাড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন। বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে নিশ্চিতভাবে। তবে এটি আইসিসির ওপর ছেড়ে দেব আমি।’

বিশ্বকাপের প্রস্তুতিতে এরই মধ্যে বাংলাদেশে খেলে গেছেন অস্ট্রেলিয়ার মেয়েদের দল। সেই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে বলে জানালেন অ্যালিসা হিলি, ‘বাংলাদেশের কন্ডিশন আর ধীরগতির টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত হওয়া ভালো অবস্থানে নিয়ে গেছে আমাদের। বাংলাদেশে বিশ্বকাপ হোক বা না হোক, আমাদের যা আছে তাতে মনে হয় না এটা তেমন প্রভাব ফেলবে।’

এদিকে, বিশ্বকাপ আয়োজন নিয়ে সম্প্রতি কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলছিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইলফলক হবে। কিন্তু যেহেতু বাংলাদেশ একটা সংকটকালীন সময় পার করছে, আবার একইসঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে নেই, এখন এটা রাষ্ট্রীয় ব্যাপার।’

বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলমান থাকার কথা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস (অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা) স্যার আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here