জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা হিসেবে সম্প্রতি বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে৷ ফলে সার ও বায়োগ্যাস তৈরির প্রকল্পে কারিগরি সহায়তা দেবে ডেনমার্ক সরকার৷
কিন্তু কেন একটা উন্নত দেশ এ ধরণের প্রকল্পের জন্য অর্থ দেবে? উত্তরে ড. রহমান বলেন, অনুন্নত দেশে বিনিয়োগের মাধ্যমে উন্নত দেশগুলো যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে পারবে, নিজেদের দেশে সেটা করতে গেলে তার চেয়ে বেশি খরচ হবে৷
তিনি বলেন, সিডিএম পদ্ধতির কিছু অসুবিধা আছে৷ যেমন বাংলাদেশের মতো দেশগুলো কম গ্রিনহাউস গ্যাস নির্গমন করে৷ ফলে সিডিএম’এর মাধ্যমে টাকা পাওয়ার মতো প্রকল্প দাঁড় করানো যায় না৷ কিন্তু চীন ও ভারতের মতো দেশগুলো যেহেতু অনেক বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে, তাই তারা সিডিএম’এর মাধ্যমে বেশি টাকা পেয়ে থাকে৷
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার