চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামে বরের বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে কনে পক্ষের বাস উল্টে ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।  শনিবার বিকেলে বালিয়া ইউনিয়নের চাপিলা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, শুক্রবার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের ঢালী বাড়ির সিরাজ ঢালীর ছেলে মোঃ মাসুদ ঢালীর সাথে সাখুয়া ইউনিয়নের বহরিয়া লক্ষ্মীপুর গ্রামের বেপারী বাড়ির শাহজাহান বেপারীর মেয়ে সোমা আক্তারের বিবাহ হয়। বরের বাড়ি গুলিশায়  বৌভাত অনুষ্ঠান চললে কনে পক্ষের লোকজন বাস ভাড়া করে আসে। দাওয়াত খেয়ে বিকেল সাড়ে ৪ টার দিকে কনে পক্ষের লোকজন লক্ষ্মীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে একই ইউনিয়নের চাপিলা গ্রামের মেম্বার জামাল ঢালীর বাড়ির দিঘির কাছে আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দিঘিতে পড়ে যায়।

এতে গাড়ির সামনের অংশ ভেঙ্গে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই লক্ষ্মীপুর গ্রামের নূরু জামাল খাঁর ছেলে সাইফুল খাঁ (৩৮) মারা যান। আহত হয় কমপক্ষে ২০ জন। স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলো : নজরুল বেপারী (৫৫), ইউনুছ সর্দার (৪৫), কালু বেপারী (৬০) ও নিহত সাইফুল খাঁর ছেলে মোঃ মামুন খাঁ (১২)। জানা গেছে, সরু রাস্তা দিয়ে বাস চালক গাড়িটি (নোয়াখালী জ-১১-০০০৭) দ্রুত চালালে তা’ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দিঘিতে পড়ে যায়। গাড়িটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলো। স্থানীয় মেম্বার জামাল ঢালী চাঁদপুর মডেল থানা পুলিশকে দুর্ঘটনার বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর গাড়ি চালক পালিয়ে যায়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। এদিকে বিয়ের আনন্দের মাঝে এই বিয়োগান্তক ঘটনাটি যেনো হরিষে বিষাদ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এ কে এম শাহেদ/চাঁদপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here