মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নিচে থাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হিমশিম খেতে হয় বাসিন্দাদের। দূর-দূরান্ত থেকে পানি নিয়ে আসতে হতো। অনেকেই বিশুদ্ধ পানি না পেয়ে জলাধার বা পুকুরের পানি পান করতো। এই অবস্থা থেকে মুক্তি মিলেছে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কয়েকটি গ্রামের ৩০০ পরিবারের। 
স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি ঝিলিম ইউনিয়নের আতাহার, বুলনপুর গ্রামে এসব টিউবওয়েল স্থাপন করেছে। এই ইউনিয়নের সংগঠনটি মোট ৩৫টি টিউবওয়েল স্থাপন করবে। ইতোমধ্যে ২২টি টিউবওয়েল স্থাপন করার খুশি সুবিধাভোগীরা। এরমধ্যে ঝিলিম ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডেই ১৫ টিউবওয়েল স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বাকি থাকা পানির পাম্প স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তসিকুল আলম বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিলিম ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শওকত আরা, ফৌজিয়া শাহনাজ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here