রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি ::

বরিশাল  বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি শেলিনা আক্তার চৌধুরী।

শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। মনপুরায় তিনি দুই বার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ ভোলা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার পর তিনি বরিশাল বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ নির্বাচিত হন।  শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়।

সোমবার (২৩ অক্টোবর) রাতে প্রাথমিক শিক্ষা পদক বরিশাল বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। শেলিনা আক্তার চৌধুরী মনপুরা উপজেলায় আওয়ামী লীগের সভাপতি হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

এ ছাড়া তিনি মনপুরা  উপজেলার একাধিক স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সঙ্গে পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন ও আছেন।

সেলিনা আক্তার চৌধুরী মনপুরা থেকে একমাত্র নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম জাফরুল্লাহ চৌধুরী স্ত্রী। স্বামীর মতো জনসেবা করার স্পৃহা থেকে রাজনীতিতে আসেন।

মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, এই অর্জন ও স্বীকৃতি আমাকে সংশ্লিষ্ট কাজে আরও অনুপ্রাণিত করবে।  ‘এ গৌরব আমার একার নয়, আমার প্রিয় মনপুরাবাসীর ভালোবাসা ও তাদের পূর্ণ সহযোগিতা আজ আমি বরিশাল বিভাগের সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যত দিন বাঁচিয়ে রাখবে আমি মনপুরা উপজেলাবাসীর সেবা করে যাব ইনশাআল্লাহ। অতীতের মতো সকলের পরামর্শ, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে মনপুরা উপজেলার শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে আরও কাজ করতে চাই।

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও উপজেলার সর্বস্তরের জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here