র্যাব-৮, সিপিসি-১, বরিশাল এর একটি বিশেষ টহল দল জেলার বাকেরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় টহল ডিউটি করাকালীন বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ডস্থ মেঘনা কাউন্টারের সামনে উগ্র ধর্মীয় চিন্তা সম্বলিত বই, ডিস্ক ও লিফলেট ইত্যাদি প্রচারকালে জঙ্গী সন্দেহে হেযবুত তওহীদের সক্রিয় সদস্য মোঃ নজরুল ইসলাম,সোহাগ কে ৬ টি দাজ্জাল ইহুদী খ্রিষ্টান সভ্যতা লেখা বই, ১২ টি হেজবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা চটি বই, ৩ টি জেহাদ লেখা চটি বই, ৬ টি দাজ্জাল ভিডিও সিডি, তওহীদ লেখা ৫ টি পত্রিকা, ৩৫ টি লিফলেট সহ আটক করা হয়। গ্রেফতারকৃত সদস্যদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে ধর্মভীরু সহজ সরল অল্পশিক্ষিত মানুষদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে উক্ত প্রচার কার্য চালানো হচ্ছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল