ডেস্ক রিপোর্ট :: সম্প্রতি অনুষ্ঠিত দুটি উপনির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে এর প্রতিবাদে বরিশালে জেলা ও মহানগর বিএনপির নেতারা প্রতিবাদ বিক্ষোভ করেছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোড়ে বিএনপি কার্যালয়ের সামনে মহানগর দলের সহসভাপতি মো. মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভে স্থানীয় নেতারা বক্তৃতা করেন।
তারা উপনির্বাচনের ফলাফল বাতিলসহ পুননির্বাচন দাবি জানান। এ ছাড়া এ নির্বাচন ঘিরে বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাগুলোকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের কথা জানান তারা।
এদিকে সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে একই কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপি নেতারা।