বরিশালে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় গৃহবধূ ও এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বরিশাল- বানারীপাড়া সড়ক ও নগরীর কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের ইব্রাহিম খানের স্ত্রী মুন্নি বেগম (২৫) ও নগরীর দক্ষিণ কাজীপাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৫)।

মেট্রোপলিটন বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ‘বিকেলে বরিশালের উদ্দেশ্যে উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে মাহেন্দ্র আলফা টেম্পুতে ওঠেন গৃহবধূ মুন্নি।টেম্পুটি বরিশাল-বানারীপাড়া সড়কের কলাডেমা এলাকায় অন্য একটি টেম্পুকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস টেম্পুটির সামনে পড়ে।এ সময় চালক টেম্পুর ব্রেক চাপলে টেম্পু থেকে ছিটকে রাস্তায় পরে যান মুন্নি। এসময় পেছন থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস মুন্নিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপর দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিয়ার রহমান জানান, রিপন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিঅ্যান্ডবি সড়ক থেকে কাজীপাড়া যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টায়  তার মৃত্যু হয়।

ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here