নিখোঁজ হওয়ার ৬ দিন পর বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিনের পেটকাটা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার বেলা ১২টার দিকে নগরীর ২৬ নং ওয়ার্ড বরেরভিটা এলাকার কালিজিরা নদী থেকে তার লাশ উদ্ধার হয়।কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ইন্সপেক্টর-তদন্ত) মতিয়ার রহমান জানান, লাশের বুকের ডান পাশে ৪টি এবং বাম পাশে ১টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পেট সম্পূর্ণ কাটা। চেহারা ক্ষতবিক্ষতমতিয়ার রহমান আরো জানান, ৪ ডিসেম্বর সন্ধ্যায় ইউপি সদস্য ফরিদ উদ্দিন নিখোঁজ হন। পর দিন ৫ ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোতোয়াল থানায় একটি সাধারন ডায়েরি দায়ের হয়।এর পর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শনিবার সকালে স্থানীয়রা কালিজিরা নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা চৌধুরী জানান, ফরিদ উদ্দিন জাগুয়া ইফপির ৩নং ওয়াডের্র সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি ওই ওয়ার্ড বিএনপির নেতা।তাদের আত্মীয় স্বজনদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। অনেক দিনে আগে তার চাচাতো ভাইয়ের সঙ্গে প্রথম স্ত্রী পালিয়ে যায়। এ নিয়েও বিরোধ রয়েছে বলে তিনি জানান।জাগুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু সরদার জানান, ফরিদ উদ্দিন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here