ডেস্ক রিপোর্ট::  গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ১১৭ জন ডেঙ্গুতে মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৬ জন।

ডেঙ্গুতে মৃতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার রিনা (৩৮), বাকেরগঞ্জ উপজেলার নিতাই (৭৫) ও পটুয়াখালী সদরের সৈকত (২৯) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা এলাকার ইয়াসিন (৭৫) নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৬৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৭০, পটুয়াখালীতে ৩২, ভোলায় ২৭, পিরোজপুরে ৭৬, বরগুনায় ৪২ ও ঝালকাঠিতে ৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৮৬৮ জন।

বরিশালে ১০ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১০ জনের মৃত্যু
মৃত্যুর ৬ বছর পর মিছিল থেকে ইট ছুড়লেন লোকমান!
বিজ্ঞাপন

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here