ডেস্ক রিপোর্ট::  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেরামত আলী (৯২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১১ জন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত কেরামত আলী বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি গত ৩ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাতে তার মৃত্যু হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৬ হাজার ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৯৭৫ জন। বিভাগে এখন পর্যন্ত ১১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮১ জন, ভোলা সদর হাসপাতালে ৮, বরগুনা সদর হাসপাতালে ৫, পিরোজপুর সদর হাসপাতালে ১০ ও পটুয়াখালীর দুই হাসপাতালে ৬ ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৭৩ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৭৪ জন, পটুয়াখালীতে ৬০, পিরোজপুরে ৪৯, ভোলায় ৩০, বরগুনায় ৫৫ ও ঝালকাঠিতে ৫ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩৯ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না। ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here