বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় বীথি আক্তার (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ বীথি আক্তার উপজেলার পশ্চিম চর নলূয়া গ্রামের মতিউর রহমান খানের কন্যা। ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।নিহতের স্বজনরা জানান, পার্শ্ববর্তী বাউফল উপজেলার কাচিপাড়া গ্রামের শামীম খান ৫ মাস পূর্বে বীথিকে জোড়পূর্বক বিয়ে করে। বখাটে প্রকৃতির ছেলে শামীমের সাথে বিয়ে হওয়ায় সে (বীথি) মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সকলের অজান্তে বাড়ীর পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে মানসিকভাবে অসুস্থ বীথি আত্নহত্যা করে বলে দাবী করেন তারা।অপরদিকে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, নিহতের পরিবার থানায় না জানিয়ে বিনা ময়নাতদন্তে লাশদাফন করতে চেস্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গৃহবধুর লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here