বরিশালে চারদলীয় ঐক্যজোটের গণমিছিলে হাজারো মানুষের ঢল নেমেছে। সোমবার সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে জোটের নেতাকর্মীরা মিছিলসহ নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জড়ো হয়।
বেলা ১১টার মধ্যে হল চত্বর ও আশপাশের রাস্তাঘাট কানায় কানায় ভরে যায়। গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সেক্রেটারি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ এমপি, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চান, সাবেক যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, সাবেক সংসদ সদস্য মোশারেফ হোসেন মঙ্গু ও আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা, বিএনপির কেন্দ্রীয় নেত্রী জেবা আহমেদ খান, যুবদল নেতা আবুল কালাম শাহিন, জিয়াউদ্দিন সিকদারসহ বরিশাল চারদলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল