পবিত্র ঈদুল আযহা ও বিজয় দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ কয়েদীকে মুক্তি দেওয়া হয়েছে।এ সূত্রে গত শুক্রবার তিনজন এবং শনিবার একজনকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন জেলার।মুক্তিপ্রাপ্তরা হলেন- মারামারি মামলায় এক বছর সাজাপ্রাপ্ত পটুয়াখালী জেলার এমদাদ হাওলাদার (৬০), হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঝালকাঠী জেলার আবদুল গণি হাওলাদার (৯৭) ও মানিক ব্যাপারী (৯০) এবং ফেন্সিডিল মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত বরিশাল সদরের খালেক শেখ (৮০)।মুক্তি দেওয়ার কথা স্বীকার করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু সায়েম বাংলানিউজকে বলেন, ‘বিভিন্ন দিবস উপলক্ষ্যে সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি দেওয়ার প্রচলিত নিয়মে তাদের মুক্তি দেওয়া হয়েছে।’
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল