বরিশাল এবং বাবুগঞ্জের ২২ গ্রামে রবিবার ঈদুল আযহা পালিত হয়েছে। এরমধ্যে রয়েছে নগরীর ২৩ নম্বর ওয়াডের্র তাজকাঠী এবং ২৬ নম্বর ওয়াডের্র টিয়াখালী, বাবুগঞ্জ উপজেলার খানপুরা ,ওলানকাঠী, কেদারপুর ও মাধবপাশা।তাজকাঠীতে জাহাগৃয়া খানকায় সকাল সাড়ে ৯টায় এবং টিয়াখালীতে সকাল ৯ টায় জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রায় একশ’ পরিবার চট্রগ্রামের চন্দনাইশের মির্জাখালী এলাহাবাদ দরবার শরীফের অনুসারী।বাবুগঞ্জ উপজেলার ২০ গ্রামের প্রায় ২ হাজার পরিবার একই দরবার শরীফের অনুসারী। এ দরবার শরীফের অনুসারী বাবুগঞ্জ উপজেলার মুরীদ জাহাঙ্গীর আলম সিকদার জানান, প্রায় ২শত বছর আগে থেকে দরবার শরীফের মুরিদরা সৌদি আরবের সাথে মিলিয়ে প্রতিবছর ঈদ ও রোযা পালন করে আসছেন।বাবুগঞ্জ উপজেলার খানপুরা গ্রামের জাহাঙ্গীর আলম সিকদারের বাড়ীতে,ওলানকাঠী গ্রামের সরোয়ার খলিফার বাড়ী, কেদারপুর গ্রামের আঃ মান্নান হাওলাদরের বাড়ী,মাধবপাশার আমীর দুয়ারীর বাড়ীতে ঈদুল আযাহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। তাদের পীর হচ্ছেন চট্টগ্রামের কাঞ্চন নগরের এলাহাবাদ সুফিয়া দরবার শরীফের মুফতি মমতাজ আলী।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here