বরফে সেরে যেতে পারে ত্বকের অনেক সমস্যাডেস্ক নিউজ :: বরফ এমন একটা জিনিস যা সবার বাড়িতেই থাকে | আমরা অনেকেই হয়তো জানি না এক টুকরো বরফের সাহায্যে আমরা অনেক স্কিন ইস্যু ঠিক করতে পারি | তাই রোজকার বিউটি রুটিনে এক টুকরো বরফের গুরুত্ব অনেক | আসুন দেখে নিন আপনার ত্বককে কীভাবে পাল্টে দিতে পারে এক টুকরো বরফ |

১. পিম্পলের ফোলাভাব কমিয়ে দেয় : ব্রন বা পিম্পলের ফোলাভাব খুব সহজেই কমিয়ে দেয় এক টুকরো বরফ | এছাড়াও ব্রণের লালভাব ও কমবে | অনেক ব্রনই খুব বেদনাদায়ক হয়‚ সে ব্যাথাও অনেকেটা কমিয়ে দেবে বরফ | কিন্তু মাথায় রাখতে হবে পিম্পল খুবই সেনসেটিভ হয় এবং ব্যাকটেরিয়াও থাকে | তাই বরফের টুকরো অবশ্যই একটা নরম পরিষ্কার সুতির কামড়ে মুড়ি নিতে হবে | এবং তাই দিয়ে হাল্কা করে ব্রণ বা পিম্পলের চারিপাশে সেঁক দিতে হবে |

২. ত্বক উজ্জ্বল করে : ত্বক নির্জীব হয়ে গেলে মুখে এক টুকরো বরফ ঘষে নিন | এর ফলে রক্ত চলাচল দ্রুত হবে এবং ত্বকের ডালনেস কাটবে | আপনার কম প্লেকশন কোনরকম মেক আপ ব্যবহার না করেই উজ্জ্বল দেখাবে |

৩. ত্বক ম্যাসাজ করা যাবে : সপ্তাহে একদিন বরফের সাহায্যে মুখের ত্বক ম্যাসাজ করতে পারেন | একটা নরম পরিষ্কার তোয়ালেতে কয়েক টুকরো বরফ দিয়ে মুখের ওপর ঘষুন | এর ফলে রক্ত চলাচল দ্রুত হবে এবং মুখের একটা ভালো ম্যাসাজ সেশনও হয়ে যাবে |

৪. সানবার্ন থেকে আরাম দেয় : অনেকসময় সূর্যের কড়া রশ্মি থেকে আমাদের ত্বক পুড়ে গিয়ে জ্বালা করে | আরাম পেতে অ্যালোভেরা দেওয়া বরফের টুকরো লাগাতে পারেন | আরাম তো পাবেনই একই সঙ্গে পোড়া দাগ ও উঠে যাবে | অ্যালোভেরা না থাকলে শশা গ্রেট করে তা দিয়ে বরফ বানিয়ে পোড়া ত্বকে লাগান |

৫. চোখের ফোলাভাব কমায় : চোখের ফোলাভাব কমানোর জন্য গ্রিন টি দিয়ে বরফ জমান | তারপর সেই টুকরো চোখের আশেপাশে ঘষুন | দেখবেন খানিক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে গেছে | একই সঙ্গে চোখের তলায় কালি থাকলে তাও কমবে |

৬. ত্বক এক্সফলিয়েট করা যায় : এর জন্য দুধ আর জল মিশিয়ে তা জমিয়ে নিন | এরপর তা দিয়ে মুখের ত্বক ম্যাসাজ করুন | দুধের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড আছে তা মরা কোষ তুলে ফেলবে | আর ঠান্ডার কারণে রক্ত চলাচল দ্রুত হবে | তাই খুব সহজেই উজ্জ্বল ত্বক পেয়ে যাবেন |

৭. রিঙ্কল কমায় : বলিরেখা কমাতে বরফ খুবই কার্যকারী | এর জন্য রোজ একটুকরো বরফ নিয়ে মুখের ম্যাসাজ করুন | এর ফলে ত্বক টাইট হবে এবং বলিরেখা অনেক কমবে | কিন্তু এটা রোজ করতে হবে |

৮. প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারেন : অনেকেই আছেন ফাউন্ডশন লাগানোর আগে প্রাইমার ব্যবহার করেন | কিন্তু এই প্রাইমার ক্রিমের দাম আকাশ ছোঁয়া হয় | তাই প্রাইমার ক্রিম না কিনে এক টুকরো বরফ মুখে লাগিয়ে নিলে একই প্রভাব হবে | ত্বক নরম এবং স্মুদ হবে‚ তখনকার মত ত্বকের ছিদ্র ছোট করে দেবে | এর ফলে ঘাম কম হবে আর মেক আপ একদম নিঁখুত হবে |

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here