বরগুনার সদরের কেওরাবুনিয়ার আংগার পাড়া গ্রামে স্বামীকে যৌতুক না দেওয়ায় এক গৃহবকুকে গলাটিপে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।
নিহত সাবিনার চাচা আলমগির হোসেন জানান, ৭ মাস পূর্বে প্রেম করে পালিয়ে গিয়ে পটুয়াখালীতে বিয়ে করে সাবিনা ও জুয়েল। তার পর থেকেই তারা জেলার বামনা উপজেলায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন । কিছুদিন ধরে পাষান্ড স্বামী জুয়েল সাবিনার কাছে ৫ লক্ষ টাকা যৌতুকের দাবি করে আসছিলেন কিন্তু সাবিনার পরিবার যৌতুকের টাকা না দিতে পারায় সাবিনাকে মঙ্গলবার রাতে গলাটিপে হত্যা করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ আল-আমিন/বরগুনা