ডেস্ক রিপোর্টঃঃ  নেত্রকোণায় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নেত্রকোণার পৃথক দুই স্থানে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল থেকে রাত ১০টার মধ্যে তাদের মৃত্যুর হয়।

মারা যাওয়া দুই শিশু হলো মোহাম্মদ আলী (১৪ মাস বয়স) ও নাবিল (২ বছর)। মোহাম্মদ আলীর বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা গ্রামে এবং নাবিল জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের আব্দুল আহাদ আলীর ছেলে।

শুক্রবার (২৪ জুন) সকালে কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান এবং কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠোনে জমে থাকা বন্যার পানিতে ডুবে মারা যায় শিশু মোহাম্মদ আলী। পরে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বাড়ির পাশের বন্যার পানিতে ডুবে মারা যায় শিশু নাবিল। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান বলেন, বন্যার পানি উঠোনে জমে থাকায় পরিবারের অগোচরে মোহাম্মদ আলী পানিতে নামলে ডুবে মারা যায়। নাবিল বাড়ির পাশে গেলে বন্যার পানিতে ডুবে মারা যায় বলেছেন কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here