নিজস্ব প্রতিবেদক:: বৃষ্টি আর উজানের পানির ঢলে পানিবন্দী হাজার হাজার মানুষ। শতাব্দীর রেকর্ড ভঙ্গ করে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় গৃহহীন, সহায়-সম্বলহীন বন্যার্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দুর্দিনে দুমুঠো খাবার জোগাড় করাই বড় যুদ্ধ। তাই সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা দিতে যাচ্ছেন সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ।
বুধবার (২৩ জুন) সন্ধ্যায় সরকারি তিতুমীর কলেজ থেকে ট্রাকসেলে বন্যার্তদের সহায়তা সামগ্রী নিয়ে রওনা হন তিতুমীর কলেজ ছাত্রলীগের ১৫ জনের একটি টিম। এতে নেতৃত্ব দিচ্ছেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।
তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, ‘আমরা নেত্রকোনা ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলাতে খাদ্য সহায়তা দেবো। সেই চেষ্টায় আজ ঢাকা থেকে রওনা হয়েছি। এর আগে আমরা কলেজে বুধ বসিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সহায়তা তুলি এবং নিজেরাও যে যা পেরেছি ডোনেট করি। আমরা হয়তো সব মানুষের পাশে দাঁড়াতে পারবো না। তবে যতজনকেই পারি, সর্বোচ্চ চেষ্টা করবো।’