খাদিজা আক্তার মল্লিকা, তিতুমীর কলেজ:: সিলেট-সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। পানি ঢুকে গেছে রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, হাসপাতালসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায়। কয়েকটি আশ্রয়কেন্দ্রেও পানি প্রবেশ করেছে। দুই জেলার প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দি। তাই বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহে তিতুমীর কলেজে কনসার্টের আয়োজন করেছে কলেজ শাখা ছাত্রলীগ।
বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে তিতুমীর কলেজের অডিটোরিয়ামে আগামী ২১ জুন (মঙ্গলবার) কলেজের অডিটোরিয়ামে বন্যার্তদের জন্য কনসার্টের আয়োজন করেছে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে বিকাল পর্যন্ত। এছাড়া তিতুমীর কলেজ ছাত্রলীগের উদ্যোগে গেলো কয়েকদিন যাবৎ তিতুমীর কলেজ বুথ বসিয়ে অর্থ সংগ্রহ করা হচ্ছে। যা সরাসরি বন্যার্তদের সাহায্যার্থে দেয়া হবে।
এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল ইউনাইটেড নিউজ টুয়েন্টিফোরকে বলেন, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সত্যি বর্ণনাতীত। আমরা নিউজে দেখেছি সেখানকার মানুষের কি দূর্বিষহ জীবন। তাদের কষ্টের কথা চিন্তা করে আমরা তিতুমীর কলেজ ছাত্রলীগ পাশে দাড়ানোর চেষ্টা করছি। আশা করি কনসার্ট দারুণ সাড়া ফেলবে।