ডেস্ক রিপোর্ট::  স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কয়েকটি জেলা। যেসবের মধ্যে রয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ আরও কিছু অঞ্চল। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক লাখ মানুষ।

তাদের সহযোগিতায় এগিয়ে আসছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সংগঠন। যাদের মধ্যে রয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন বন্যা কবলিত অঞ্চলের মানুষের পাশে থাকার।

তাদেরই একজন বর্তমান সময়ের নায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতু। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরেই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেন এই অভিনেত্রী।

কয়েকজনকে নিয়ে দল গঠন করে বন্যার্তদের সহযোগিতায় কাজ শুরু করেন তিনি। বন্যা কবলিত এলাকা থেকে একজন মানুষকে উদ্ধার থেকে শুরু করে ত্রাণ বিতরণ, সকল কাজেই অংশগ্রহণ করার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

বিগত কয়েকদিনে বন্যার্তদের জন্য কতটা পরিশ্রম করেছেন মিতু, সেটাই প্রকাশ পেয়েছে সম্প্রতি তার দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে এই অভিনেত্রী লিখেছেন, ‘কাজ করতে করতে দুই হাতের যে অবস্থা হয়েছে, নিজের হাত নিজেই চিনতে পারছি না। তবুও এটাই সবচেয়ে শান্তির জায়গা। লাগলে আরও কাজ করবো, হোক বাজে অবস্থা আরও।’

এর আগে বিভিন্ন প্রচারণামূলক স্ট্যাটাস শেয়ার করতে দেখা গেছে এই নায়িকাকে। যার অধিকাংশই বন্যাকেন্দ্রিক। কখনো কোনো এলাকাতে ত্রাণ পৌঁছানো, কখনো কোথাও বন্যার্তদের উদ্ধারে হেলিকপ্টারের ব্যবস্থা করে দেওয়া- সকল কাজেই দেখা গেছে মিতুর অংশগ্রহণ।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জাহারা মিতু চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছে কয়েক বছর আগেই। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন তিনি। গত বছরই বইমেলায় মুক্তি পেয়েছিল এই অভিনেত্রীর লেখা প্রথম বই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here