বন্ধ করে দেয়া হলো আইফেল টাওয়ারডেস্ক নিউজ :: ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রধান আকর্ষণ আইফেল টাওয়ার ও লুভ্যর মিউজিয়াম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ওই এলাকায় পর্যটকদের চলাচল করতে নিষেধ করা হয়েছে।

সেই সঙ্গে সেখানকার প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতরাতে এক আদেশে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়।

এর আগে শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশের ছয়টি পৃথক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে এসব ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ১৫৩ জন নিহত হওয়ার খবর প্রচারিত হয়। তবে পরবর্তী সময়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের ভাষণের পর নিহতের সংখ্যা ১২৯ জন বলে দাবি করা হয়।

এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৮০ জন। আহতদের মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর।

শুক্রবার রাতের হামলার পর ফ্রান্সজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সাধারণ মানুষ।-আইআরআইবি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here