মেহেরপুর : মেহেরপুরে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন।

সোমবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

জামায়াতের নিহত নেতার নাম আবদুল জব্বার (৫২)। তিনি আমঝুপি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার ছিলেন।

জামায়াতের কোন পদ বা পদবি না থাকলেও তিনি স্থানীয় নেতা হিসেবে পরিচিত।

বন্দুকযুদ্ধে দুজন পুলিশ ও একজন র‌্যাব সদস্য আহত হন।

মেহেরপুর পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকালে নিজ এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে আটক হন জব্বার মেম্বার। পুলিশের জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে সঙ্গে নিয়ে হিজুলী গ্রামে অস্ত্র উদ্ধারে যায় যৌথ বাহিনী। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যৌথ বাহিনীর ওপর হামলা চালায়। যৌথ বাহিনী পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের গুলি-ককটেল বিনিময়ের একপর্যায়ে গুলিবিদ্ধ হন জব্বার মেম্বার। উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।

নিহতের লাশ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here