জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের মান্দারী বাজার বণিক সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামীলীগ নেতা সৌরভ পাটওয়ারী রুবেল ও ছাত্রলীগ নেতা আবু তালেবের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে এ হামলা চালানো হয় বলে দাবি করেন সমিতির সভাপতি। ঘটনার পর চন্দ্রগঞ্জ থানা পুলিশ বণিক সমিতির কার্যালয় পরিদর্শন করে।

এদিকে ঘটনার প্রতিবাদে বাজারে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ব্যবাসায়ীরা। বিক্ষোভ মিছিল থেকে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। অভিযুক্ত রুবেল পাটোয়ারী সদর উপজেলা আওয়ামী লীগের সবাকে সাংগঠনিক সম্পাদক এবং আবু তালেব চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। বাজারের ইজারাকে কেন্দ্র করে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা।

মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন সাজু বলেন, বাজারের ইজারাকে কেন্দ্র করে সকালে বণিক সমিতির কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বণিক সমিতির নেতৃবৃন্দ একটি বৈঠকে বসে।

এ সময় আওয়ামী লীগ নেতা রুবেল পাটোয়ারী ও ছাত্রলীগ নেতা তালেবের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী তাদের কাছ থেকে ইজারার ফরম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা সমিতির কার্যালয়ে থাকা চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা তাদের কাছ থেকে বাজার ইজারার ফরম এবং দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। পরে পুলিশ আসার খবর পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে, ছাত্রলীগ নেতা আবু তালেব বলেন, মান্দারী বাজার ইজারা নেওয়ার জন্য বিভিন্ন জন ১৯ টি ফরম ক্রয় করেছে। এর মধ্যে ১৮টি ফরম আমরা সংগ্রহ করেছি। বাকী একটি ফরম বণিক সমিতির কাছে ছিলো। ওই ফরমের বিষয়ে কথা বলতে গেলে বণিক সমিতি ফরম বাবদ আমাদের কাছে ২০ লাখ টাকা দাবি করে। এনিয়ে তাদের সাথে একটু বাকবিতন্ডা হয়েছে। কোন হামলার ঘটনা ঘটেনি। তবে উত্তেজিত লোকজন কয়েকটি চেয়ার ভাঙচুর করেছে। টাকা এবং ইজারার ফরম ছিনিয়ে নেওয়ার বিষয়টি সাজানো ঘটনা বলে দাবি করেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, মান্দারী বণিক সমিতির সভাপতি হামলার বিষয়টি পুলিশকে জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। বণিক সমিতি কর্তৃক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here