বচ্চন পরিবারের সম্মতি ছাড়া তার পরিবারে নবজাতক আসার কোন দৃশ্য কামেরায় ধারণ করতে পারবে না সংবাদমাধ্যম। এমনই নির্দেশ জারি করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শুধু তাই নয়, মন্ত্রক এই নির্দেশে বলেছে- ঐশ্বর্য্য রাই যে হাসপাতালে থাকবেন ও বচ্চন পরিবারের সদস্যদের বাড়ির সামনে কোন টিভি চ্যানেল তাদের ওবি ভ্যান রাখতে পারবে না। সেই সাথে নবজাতকের কোনও এমএমএস বা ছবি দেখানো যাবে না চ্যানেলে।
উল্লেখ্য, ঐশ্বর্য্য রাইয়ের সন্তান আগমন নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিযোগিতায় বিরক্ত অমিতাভ বচ্চন টুইটারে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন। তারপরই এই সরকারি নির্দেশ জারি হল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ডেস্ক রিপোর্ট