আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি :: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে খুলনা বিভাগকে ৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি বি কে সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খুলনা বনাম রংপুর বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ ম্যাচে খুলনা বিভাগকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে উত্তরের সীমান্তবর্তি জনপদের টেপুরগাড়ি বি কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।
টেপুরগাড়ি বি কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, সর্বপ্রথম তাদের ক্ষুদে শিক্ষার্থীরা আন্তঃউপজেলায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে জেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহন করে।
জেলা চ্যাম্পিয়ান হয়ে রংপুর বিভাগেও তারা বিজয় ছিনিয়ে নিয়ে বিভাগিয় চ্যাম্পিয়ান হিসেবে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে নেয়। সেখানে সেমিফাইনালে খুলনা বিভাগকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।
আগামী ২ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর ট্রফি তুল দিবেন।