ডেস্ক রিপোর্ট:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে চুয়েট ছাত্রলীগ অ্যলামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি।
শুক্রবার (৫ আগস্ট) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কমিটির নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনকসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদ এবং চুয়েটের সকল ছাত্রলীগের শহীদের আত্মার প্রতি শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী আমিরুল ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজ মিসির সেলিমসহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য, সহ-সভাপতি, যুগ্ম- সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সম্পাদকমন্ডলী এবং কার্যকারী সদস্যগণ।
প্রসঙ্গত, গত ২১ মে চুয়েট ছাত্রলীগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির উপদেষ্টা রয়েছেন ২১জন। সভাপতি প্রকৌশলী আমিরুল ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক হলেন প্রকৌশলী আজিজ মিসির সেলিম।