বগুড়ার শেরপুরে জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে জাবেদ আলী (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জাবেদ উক্ত গ্রামের মৃত রবি আলী শেখের ছেলে।
বৃহস্পতিবার সকাল উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পিতার ওয়ারিশান সম্পত্তি নিয়ে বিদেশে কর্মরত বোন ওবিরন বেগমের ছেলে মেয়েদের সাথে মামা জাবেদ এর বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে জাবেদ ওই জমিতে পানি দিয়ে হাল চাষ করতে যায়। এ সময় বোনের ছেলে মেয়ে এবং জামাই এসে জমি চাষ করতে তাদের বাধা দেয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারপিটের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে জাবেদ ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি থানা পুলিশকে না জানিয়েই লাশ দাফন করা হয়েছে।
থানা পুলিশ পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম জানায়, বেটখৈর এলাকায় জমিজমা নিয়ে মৃত্যুর ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া