বগুড়া : বগুড়ায় ১৮ দলের ৬০ ঘন্টা হরতাল চলাকালে প্রথম দিন বগুড়া আদালত পাড়ায় ককটেল নিক্ষেপ, ট্রাক ভাংচুর ও মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকেরা। এসব ঘটনায় আইনজীবীসহ ২জন মারাত্বক আহত হয়েছে। ।
প্রত্যক্ষদর্শী বগুড়া বারের সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী খান রোমান জানান , বেলা ১২টায় জজকোর্ট চত্বরে পরপর দুটি ককটেল বিষ্ফোরন ঘটে।
ককটেলের আঘাতে এজিপি আব্দুস সালেপ সহ অপর এক বাদাম বিক্রেতা আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
বেলা সাড়ে দশটায় মহাস্থান এলাকায় একটি মটর সাইকেল পুড়িয়ে দেয় পিকেটাররা। হরতাল চলাকালে বিকেশে শহরের সাতমাথায় জেলা ১৮ দলীয় জোটের পক্ষথেকে সমাবেশ করা হয়।
এছাড়াও ভোর চারটায় জেলার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় পিকেটাররা একটি মাল বোঝাই ট্রাকে ইট পাটকেল নিক্সেপ করলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় ।
ট্রাকের হেরপার রাশেদ জানান ট্রাক খাদে পড়ে যাবার পর পিকেটাররা ট্রাক ভাংচুর করে। এসময় তাকে ও ড্রাইভার জাহিদুল (৩৯)কে মারধর করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
হরতালের কারনে ট্রাকটি রাতে বগুড়ায় আসছিল। ভাড়ার টাকা মালিককে দেয়ার কথা ছিল। সকাল থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সহিদ আলম জানান, বগুড়া শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। নাশকতার আশংকায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশসহ ৩ প্লাটুন বিজিবি শহরজুরে মোতায়েন রয়েছে।
তিনি বলেন, পিকেটারদের ছোড়া ককটেল বিষ্ফোরনে আদালত চত্বরে একজন আইনজীবীসহ দুইজন আহত হয়েছেন। পরে আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন’র পর কোর্টে সকলকে তল্লাশি চালিয়ে যাতায়াত করানো হচ্ছে বলে সদর থানার ওসি জানান।
তানসেন আলম/