বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগ একই সময়ে মিছিল সমাবেশ ডাকায় শহরে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য বগুড়ায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি বলবত থাকবে। বগুড়া জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম কবির শহরে ১৪৪ ধারা জারীর আদেশ দেন। এআদেশের পরে উভয় সংগঠন তাদের নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচী স্থগিত করা হয়েছে বলে উভয় সংগঠনের পক্ষথেকে জানানো হয়।
এ উপলক্ষে রবিবার দুপুর সাড়ে ১১ টায় জেলা বিএনপির পক্ষথেকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ছাইফুল ইসলাম সোমবার দুপুরে পুনরায় বগুড়ায় গণ মিছিলের কর্মসূচী ঘোষনা করেন। পাশাপাশি সোমবার কর্মসূচীতেও বাধা প্রদান করা হলে বগুড়ায় হরতাল দেয়া হবে বলে হুশিয়ার করে দেন। তিনি আরো জানান, বর্তমান সরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরন করতে চায় বলেই আমাদের গণ মিছিলের দিন রাতের আধারে তারা মিছিল সমাবেশের কর্মসূচী ঘোষনা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাসীল বলেই আজ রবিবারের গণ মিছিলের কর্মসূচী স্থগিত করেছি।
এরপর দুপুর পোনে ২ টায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষথেকে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু সাংবাদিকদের জানান, সারাদেশে বিএনপি জামাতের তান্ডব ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবীতে রবিবার সাতমাথায় এই কর্মসূচী ঘোষনা করা হয়েছিল। একইদিনে বিএনপির কর্মসূচী থাকলেও সেটা ছিল অন্য জায়গায়। তিনি আরো বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই শহরে ১৪৪ ধারা জারী হওয়ায় আজকের কর্মসূচী স্থগিত করেছি। তবে আগামীতে বিএনপি জামাত শহরে নৈরাজ্য সৃষ্টি করার মত কোন কর্মসূচী দিলে সেটি প্রতিহত করা হবে।
উল্লেখ্, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মত বগুড়াতেও রবিবার দুপুরে শহরের আলতাফুন্নেছার খেলার মাঠ থেকে গণ মিছিলের কর্মসূচী গ্রহন করে জেলা বিএনপি। এ উপলক্ষে তারা গত কয়েকদিন থেকেই প্রচার প্রচারনা চালাতে থাকে। কিন্ত শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক জরুরী সভা করে সারাদেশে বিএনপি জামাতের তান্ডব, তারেক কোকোসহ দূর্ণিতী বাজদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত শেষ করার দাবীতে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষথেকে দুপুরে সাতমাথায় বিক্ষোভ মিচ্ছিল ও সমাবেশের কর্মসূচী গোষনা করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া