বগুড়ার আদমদীঘি উপজেলায় ছালাম (৭০) নামের এক বৃদ্ধ চলন্ত মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। নিহত ছালাম  নওগাঁর শিমুলিয়া গ্রামের কাঠ ফর্নিচার মিস্ত্রি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী  সুত্রে জানা যায়, সান্তাহার-নওগাঁ মহাসড়কে সান্তাহার শহরের পূর্বাশা সিনেমা হলের সন্নিকটে মঙ্গলবার দুপুরে রাস্তা পারাপরের সময় সান্তাহার থেকে নওগাঁগামী একটি মটরসাইকেল ছালামকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় ছালাম কে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here