বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩. আহত ১০তানসেন আলম, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া মহাসড়কের বগুড়া শেরপুরের ধনকুন্ডি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুুখোমুখি সংঘর্ষে ঘটাস্থলেই অজ্ঞাত ১ জন সহ ৩ বাস যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে । স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মিরা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসকার জন্য বগুড়ার শহীদ জিয়াউর ররহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানিয়েছে , ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী বর্ণালী পরিবহণের একটি যাত্রীবাহী কোচ ( ঢাকা মেট্র -ব- ১১- ৪৮৯২ ) শুক্রবার বেলা আনুমানিক ১২টায় ধনকুন্ডির ফুড ভিলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই ট্রাক (ঢাকা মেট্র – ট- ১৪-৭১৭২ ) এর সাথে মুখোমুখি সংঘর্ষে দুটি যানবাহনই রাস্তার পাশে উল্টে যায় ।

এতে ঘটনাস্থলেই কোচের আরোহী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের আব্দুল জলিল (৬৫)র মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ও আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর ররহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আহত আরো ২ জনের মৃত্যু হয় । আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর থানার ওসি ( তদন্ত ) বুলবুল আহম্মেদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here