তানসেন আলম, বগুড়া
শুক্রবার বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পৌরসভার এক কর্মচারিসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বগুড়া সদরের ইছাইদহ এলাকার মফিজ উদ্দিনের ছেলে নান্নু মিয়া (৪৫) ও বগুড়ার কাহালু উপজেলার মুরইল বিষনোপুরের মৃত মইন উদ্দিনের ছেলে মুঞ্জুরুল ইসলাম সাজু (৭০)।
জানা যায়, বগুড়া পৌরসভার কর্মচারি সাজু গতকাল শুক্রবার সকালে শহরের হাড্ড্িপট্টি এলাকায় রাস-া পারহচ্ছিলেন। এসময় একটি বাস তাকে ধাক্কা দেয় । অপর দিকে নান্নু শহরতলীর তেলিপুকুর এলাকায় একটি হোটেলের সামনে গাড়ি দেখাশুনা করছিলেন। শুক্রবার রাত ২ টায় একটি ট্রাক তাকে চাপা দেয়। উভয়কে বগুড়া শহীদ জিযাউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস’ায় তারা মারা যান। সদর থানার ইউডি অফিসার এতথ্য’র সত্যতা স্বীকার করেন।