তানসেন আলম, বগুড়া

শুক্রবার বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পৌরসভার এক কর্মচারিসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বগুড়া সদরের ইছাইদহ এলাকার  মফিজ উদ্দিনের ছেলে নান্নু মিয়া  (৪৫) ও বগুড়ার কাহালু উপজেলার  মুরইল বিষনোপুরের  মৃত মইন উদ্দিনের ছেলে মুঞ্জুরুল ইসলাম সাজু (৭০)।
জানা যায়, বগুড়া পৌরসভার কর্মচারি সাজু গতকাল শুক্রবার সকালে শহরের হাড্ড্‌িপট্টি এলাকায় রাস-া পারহচ্ছিলেন। এসময় একটি বাস তাকে ধাক্কা দেয় । অপর দিকে নান্নু শহরতলীর তেলিপুকুর এলাকায় একটি হোটেলের সামনে গাড়ি দেখাশুনা করছিলেন। শুক্রবার রাত ২ টায় একটি ট্রাক তাকে চাপা দেয়। উভয়কে বগুড়া শহীদ জিযাউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস’ায় তারা মারা যান। সদর থানার  ইউডি অফিসার এতথ্য’র সত্যতা স্বীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here