মঙ্গলবার বেলা ১টায় বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের সোনাতলা-বগুড়া সড়কের বালুরপাড়া ব্রীজ মোড়ে সার বোঝাই ভটভটির নিচে পড়ে লাবনী নামের ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
নিহত লাবনী বালুরপাড়া গ্রামের লেবু সরকারের কন্যা। স্থানীয় মেম্বারদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ভটভটি চালককে আটক করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া