বগুড়া : বগুড়ায় বিএনপি’র মিছিলে গুলিতে যুবদল নেতা ইউসুফ নিহত হওয়ার প্রতিবাদে বুধবার বগুড়ায় ১৮ দলীয় জোটের আহ্বানে সকাল-সন্ধা হরতাল অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু একথা জানিয়েছেন।
পাশাপাশি তিনি এক বিবৃতিতে জানান, ১৮ দলীয় জোট বগুড়া জেলা শাখার আহ্বায়ক, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম এক যুক্ত বিবৃতিতে যুবদল নেতা ইউসুফ বিজিবি ও পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
তানসেন আলম/