তানসেন আলম, বগুড়া

বগুড়ায় দেবিমূর্তী সহ আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য হেলাল উদ্দিন(২৬)কে আটক করেছে ডিবি পুলিশ। হেলাল কাহালু উপজেলার দূর্গাপুর গ্রামের আববাস আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে হেলালকে তার বাড়ীথেকে আটক করা হয়। এসময় বাড়ীতে লুকিয়ে রাখা এবটি দেবী মূর্তী উদ্ধার করা হয়। হেলাল  আন-জেলা  প্রতারক চক্রের সদস্য । তার বির”দ্ধে প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। রোববার তার বির”দ্ধে বগুড়ার কাহালু থানায় একটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here