তানসেন আলম, বগুড়া
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী ‘১ম মিডিয়া কাপ ভলিবল টুর্ণামেন্ট’১২ শুক্রবার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ফাইনালে স’ানীয় পত্রিকা একাদশকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বিআরটিসি’র পরিচালক ও জেলা ক্রীড়া সংস’ার যুগ্ম সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন।
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস-ফা মোঘলের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান মহসনি রাজু, সাবেক কৃতী খেলোয়াড় জলিলুর রহমান জলিল, এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মুক্তা। এর আগে সকালে রঙ বেরঙ এর বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রবীন সাংবাদিক, বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি যাহেদুর রহমান যাদু।
এসময় বগুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ এইচ এম আক্তারুজ্জামান, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্রাচার্য্য শংকর, বাংলাভিশনের বগুড়া ব্যুরো প্রধান আব্দুর রহীম বগ্রা, ইনকিলাবের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান মহসিন রাজু, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এম আর সাইন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি রাহাত রিটু, এইচ আলিম, শামীম আলম আলম, সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল, যুগ্ম সম্পাদক সানাউল হক শুভ সহ বিভিন্ন জাতীয় ও স’ানীয় দৈনিক, টেলিভিশন ও বার্তা সংস’ার শতাধিক সাংবাদিক উপসি’ত ছিলেন।
টুর্ণামেন্টে মোট চারটি দল অংশগ্রহন করে। এদের মধ্যে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ২-০ সেটে টেলিভিশন সাংবাদিক একাদশকে এবং স’ানীয় পত্রিকা একাদশ ২-০ সেটে জাতীয় পত্রিকা একাদশকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। খেলা পরিচালনা করেন রফিকুল ইসলাম রফিক, তাকে সহযোগিতা করেন জনি। ধারাবর্ণনা দেন শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জামিলুর রহমান জামিল।