বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী ভবানীপুর মন্দিরে মাঘী পুর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ভোর থেকেই দেশ ও বিদেশের হাজারো পুর্ণার্থীরা মন্দির প্রাঙ্গনে সমবেত হয়ে শাঁখারি পুকরে পুন্যস্নানে অংশ নেয়।
জানাযায়, দেশের তথা পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্থান, শ্রীলংকা, আফগানিস্থান, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশের হিন্দু ধর্মম্বলম্বীরা মাঘী পুর্ণিমা উৎসবকে ঘিরে এখানে সমবেত হয়। একদিন আগে থেকেই দুর দুরান্তের লোকেরা এখানে এসে সমবেত হয়। ভোর হতেই মন্দিরের মহা পবিত্র সলিলে শাঁখারি পুকুরে স্নান শেষ করে মন্দিরে মূর্তি দর্শন,পুজার্চনা-অর্ঘদান করে থাকে। এবারেও দেশ বিদেশের হাজারো ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে।
আগত পুর্ণার্থীরা জানায়, মন্দিরের পুকুরে স্নান করলে সকল অশুভ শক্তির বিনাশ ও পাপ মোচন হয় এই বিশ্বাসে এখানে এসে স্নান করে মন্দিরে পুজা দিতে প্রতি বছর এখানে আসেন।
মন্দির কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম প্রধান জানায়, হিন্দুধর্মম্বলম্বীদের মাঘী পুর্নিমা উৎসব উপলক্ষে সকল প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। দেশ বিদেশের পুণ্যর্থীরা নির্বিঘ্নে পুজার্চনা করতে পারে সে জন্য নিরাপত্তার ব্যবস্থাও করা ছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া