বগুড়া গাবতলীর পোড়াদহ মেলার স’লেই বৃহস্পতিবার বৌ মেলা হয়েছে। সকাল থেকেই মেলাস’লে ছিল মহিলাদের সমাগম। এদিন মেলায় ছেলেদের প্রবেশ নিষেধ ছিল।

পেড়াদহ মেলার ঐতিহ্য অনুযায়ী দ্বিতীয় দিন বৌ দের জন্য উন্মুক্ত থাকে। এদিন মেলায় বৌঝিরা তাদের কেনাকাটা করে থাকে। বৃহস্পতিবার বৌমেলা উপলক্ষে মেলার প্রসাধনীর দোকান গুলোতে ছিল উৎসব মুখর পরিবেশ। মেয়েরাও মেলায় ঘুড়ে ঘুড়ে কেনাকাটা করেছে স্বাচ্ছন্দে। মেলায় বিশেষকরে চুড়ি, ফিতা, দুল, ক্লিপ, লিপস্টিক, টিপ, নেলপালীশের দোকানে ভীর বেশী ছিল। প্রসাধনীর পাশাপাশি মেলায় আসবাবপত্র ও মিষ্টির দোকান ছিল।

মেলায় আসা সুখানপুকুরের ছালমা পারভীন বলেন, আজ মেলায় ঘুড়ে খুব ভাল লাগছে। মেলায় পুরুষ মানুষ না থাকায় ঘুড়েও মজা পাওয়া যাচ্ছে। মেলায় আসা ১০ বছরের শিশু সুস্মিতা জানায়, আম্মুর সঙ্গে মেলায় এস আমার খুব ভাল রলাগছে। আমি চুড়ি কিনেছি।

মেলায় প্রসাধনী সামগ্রী বিক্রেতা আলেয়া বেগম জানান, এবার বিক্রি খুব ভাল হচ্ছে। মেয়েরা কাঁচের চুড়ি বেশী কিনছে।
বগুড়া গাবতীলীর ইছামতী নদীর পাড়ে ঐতিহ্য বাহী পোড়াদহ মেলা উপলক্ষে এলাকায় দেখাদেয় উৎসবের আমেজ। সবাই তাদের মেয়ে জামাই সহ আত্নীয় স্বজনদের দাওয়াত করে নিয়ে আসে এইদিন। প্রথমদিনে মেলায় সমাগম ঠটে পুরুষ মানুষদের। সেদিন ভীরের কারনে মেয়েরা মেলায় যেতে পারেনা। তাই মেয়েদের জন্য দ্বিতীয় দিন বৌ মেলার নামে মেলা করা হয়।

তানসেন আলম, বগুড়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here