বগুড়ায় বিদ্যুতের তারে ঝুলে দুই গৃহ নির্মাণ শ্রমিক অনিল(৪৫) এবং হানিফ (৪৫) মারা গেছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় সদরের চাঁদনী বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদনী বাজারের এক পুরাতন বিল্ডিয়ের তৃতীয় তলা ভাঙার কাজ করার সময় ঐ দুই শ্রমিক বিদ্যুতের তারে ঝুলে মারা যায়। বিল্ডংটির নিচ তলার ভাড়াটে রাবেয়া ক্লোথ স্টোরের এক কর্মচারি রাসেল ঘটনার বিবরনে জানায়, সপ্তাহ খানেক আগে থেকে বিল্ডংটির তৃতীয় তলা সংস্কারের উদ্দেশ্যে ৫/৬জন শ্রমিক সকাল থেকে কাজ করে আসছিল। বিকেল সাড়ে ৪টার দিকে বিল্ডিংটির একটি লম্বা রড নিচের ১১ হাজার ভোল্টের তারে লেগে অনিল এবং হানিফ নামের ঐ দুই শ্রমিক ঘটনাস’লেই মারা যায়।এ সময় বিকট শব্দে তারে আগুন লেগে গেলে জনগনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর সদর থানায় পৌছার সাথে সাথে পুরিশের একদল কর্মকর্তা এবং দমকল বাহিনীর কর্মীরা পৌনে এক ঘন্টা চেষ্টাকরে লাশ দুটি উদ্ধার করে। এ সময় দমকল বাহিনীর একজন জানান, বিল্ডিংটি অনেক পুরাতন এবং উঠানামার শিড়ি অত্যান্ত সংকীর্ণ হওয়ায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। এ সময় বিল্ডিংয়ের মালিক সদরের চেলোপাড়ার সাইফুল ইসলাম ফটিক দ্রুত ঘটনাস্থল ত্যাগকরে আত্নগোপন করে। এ দিকে গৃহ নির্মান শ্রমিক সমিতির সহ:সভাপতি আমজাদ হোসেন জানান,নিহত অনিল বগুড়া সদরের বেলাইল এবং হানিফ সদরের কৈচড়ের বাসিন্দা। লাশ ময়না তদনে-র জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে কোন মামলা হয়নি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/প্রতীক ওমর/বগুড়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here