তানসেন আলম, বগুড়া
গণ মিছিলে বাঁধা, নেতাকর্মীদের হত্যা, হামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী বগুড়া জেলা বিএনপি মঙ্গলবার বিকেলে মিছিল ও সমাবেশ করেছে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল প্রমুখ।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, বিএনপি যখন শানি-পূর্ণ আন্দোলনের মাধ্যমে গণ জাগরণ সৃষ্টি করছে তখন সর্ব ক্ষেত্রে ব্যর্থ এই সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ বাহিনীর পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহার করছে।