রোববার সকালে বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৩ জন নিহত ও কমপক্ষে ৩৪ জন আহত হয়েছেন।

রোববার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের দ্বিতীয় বাইপাসে শাজাহানপুর উপজেলার মাদলা নামক স্থানে কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের সবার বাড়ি বগুড়ায়।

নিহতরা হলেন, গাবতলীর রহিমা পাড়ার তোফাজ্জল হোসেনের পুত্র জাহিদুল (২৫), সারিয়াকান্দির চরপাড়ার তবির উদ্দীনের পুত্র রেজাউল করিম (২৫), কর্নিবাড়ি ইউনিয়নের কাশিহাটা গ্রামের রফিকুল প্রামানিকের মেয়ে ঝুমি খাতুন (২০)।

এ দুর্ঘটনায় গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোচের আহত যাত্রীরা জানিয়েছেন, ঈদে বাড়ি ফিরতে ঢাকার মিরপুর থেকে একটি কোচ ভাড়া করে তারা আসছিলেন। বগুড়া-ঢাকা মহাসড়কের দ্বিতীয় বাইপাসে মাদলামোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ওসি জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ তাদের স্বজনের হাতে দেয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বগুড়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here