বগুড়ায় দিনব্যাপী পিঠা উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন নামের পিঠা নিয়ে বসেছিল দোকানীরা। ভিন্ন নামের ও স্বাধের পিঠা খেতে ও দেখতে সারাদিন পিঠা উৎসবে ছিল উৎসুক মানুষের ভীড়। কুশলী পিঠা, পাটি সাপটা, জামাই পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠাসহ নানা পিঠা উৎসবে স’ান পায়। দিন ব্যাপী পিঠা উৎসবের পাশাপাশি চিত্রাংকন, লোক সঙ্গীত প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
শুক্রবার শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে বগুড়া লিটল থিয়েটারের এই উৎসবের আয়োজন করে।
সকালে পিঠা উৎসবের উদ্বোধন করেন বগুড়া পৌরসভা মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান স’পতি আহসানুল হক স্বপন। প্রবীণ নাট্য ব্যক্তিত্ব খন্দকার গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তৌফিক হাসান ময়না।
বিশেষ অতিথি ছিলেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, পৌরসভার কাউন্সিলর আমিনুল ফরিদ, বিশিষ্ট নাট্যভিনেতা এহসানুল হক মিনু, আকবরিয়া গ্রুপের পরিচালক হাসান আলী আলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন।
তানসেন আলম, বগুড়া