বগুড়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন নকলমুক্ত ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলার ১২ টি উপজেলার ৬৪ টি কেন্দ্রের এই পরীক্ষা অনুষ্টিত হয়।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যান শাখা সুত্র জানাযায়, প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৭৩ জন। তবে কোন পরীক্ষার্থী বহিঃস্কার হয়নি।
জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩০ হাজার ৯৮০ পরীক্ষার্থীর মধ্যে বুধবার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৭৩ জন। এসএসসি পরীক্ষায় মোট ২০ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৯১ জন। দাখিলে ৭ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৬২ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৯ জন এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত ছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া