তানসেন আলমবগুড়া প্রতিনিধি :: বগুড়ায়  ডাষ্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার  বেলা দেড়টার দিকে শহরের সেউজগাড়ি পানির ট্যাংকি সংলগ্ন পৌরসভার  ডাষ্টবিন থেকে সদ্যজাত মেয়ে শিশুর লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম।
তিনি জানান, ৯৯৯ কল করে এক ব্যক্তি জানালে ঘটনাস্থলে এসে ১দিন বয়সী নবজাতকের মৃত দেহ উদ্ধার করা হয়। কে বা কারা নবজাতকটিকে ফেলে গেছে তা জানা যায়নি।
 
তিনি আরো জানান, একজন টোকাই ডাষ্টবিন থেকে বিভিন্ন জিনিষ কুড়ানোর সময়  বাধা অবস্হায় একটি কার্টুন দেখতে পায়। সে ওটা খুলেই মৃত শিশুকে দেখে রাস্তার লোকদের জানায়।
স্থানীয়রা জানান, লাশ পাওয়ার কথা শুনে সেখানে যাই। ওই পথ দিয়ে আসার সময় দেখেছিলাম একটি মটর সাইকেলে দুজন ব্যাক্তি যাওয়ার সময় একটি কার্টুন ফেলে দেয়। ভেবে ছিলাম কোন ময়লা হবে। তানা দেখছি এটাই সেই কার্টুন। ওই লাশ উদ্ধার ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির জানান, লাশ ময়না তদন্ত শেষে দাফনের জন্য আন্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here