তানসেন আলম, বগুড়া

বেশী বেশী ক্রীড়া প্রতিযোগিতাই পাড়ে সামাজিক অবক্ষয় দূর করতে এইলক্ষে বগুড়া সেবক সমিতি আয়োজন করে জুয়েল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রতিযোগিতায় এককে মিলন ও দ্বৈতে তপু, লিপটন জুটি চাম্পিয়ন হয়েছে।

রবিবার রাতে শহরের কালিতলা মন্দির মাঠে পতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বগুড়া জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব শাহাদত আলম ঝুনু। উপসি’ত ছিলেন বিআর টিসির পরিচালক শুভাশীষ পোদ্দার লিটন, স’ানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ফরিদ, জুয়েলের ছোটভাই রুবেলসহ স’ানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ এলাকাথেকে মাদক, সন্ত্রাসসহ সকল অপকর্ম দূর করতে ক্রীড়া চর্চায় যুবদের উৎসাহিত করার জন্য সবার প্রতি আহবান জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here