বগুড়ার ডিবি পুলিশের অভিযান চালিয়ে ৬৫ লাখ ৯৩ হাজার ৫শ টাকা মূল্যের জাল ষ্ট্যাম্প ও কোর্ট ফি সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন দাপ্তরিক সিল উদ্ধার করেছে । শনিবার দুপুরে গাবতলী উপজেলার ফকির পাড়ার আইনজীবী সহকারী রেজাউল করিম দুলালের বাড়ী থেকে মালামালগুলি আটক করে। এসময় দুলালের স্ত্রী রম্নবী বেগম (৪৫)কে আটক করা হয়েছে।
বগুড়া ডিবি এস আই মিজানুর রহমান জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গাবতলী উপজেলার ফকির পাড়ার রেজাউল করিম দুলালের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি তলাশী চালিয়ে ১০, ২০, ৫০, ১০০ টাকা থেকে ৫০০ টাকা মূল্যের জাল ষ্ট্যাম্প, বগুড়া উকিল বারের ওকালত নামা ১ হাজার ৩শটি ও গাইবান্ধা উকিল বারের ওকালত নামা ৫ শ টি, কোর্ট ফি ২৫০ পিস, ভূমি সংক্রান্ত বিভিন্ন অফিসার ও অফিসের দাপ্তরিক সিল ৬০টি ও ১টি পারবোটিভ মেশিন সহ মোট ৬৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকার জাল মালামাল উদ্ধার করেছে। সংক্রান্ত অভিযোগে তার স্ত্রী রুবি বেগম (৪০) কে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে গাবতলী থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন যাবৎ রেজাউল জাল ষ্ট্যাম্পের ব্যবসা করে আসছিল। এ সংক্রান্ত একটি মামলায় রেজাউল জেল হাজতে রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া